Duration 3:58

তেতুলিয়া শাহী জামে মসজিদ | | সাতক্ষীরা | | Tetulia Sahi Jame Masjid | | Satkhira | | kazi shohag

1 914 watched
0
50
Published 15 Nov 2019

তেতুলিয়া শাহী জামে মসজিদ || সাতক্ষীরা || Tetulia Sahi Jame Masjid || Satkhira || kazi shohag ১৮’শ শতাব্দীর শুরুর (১৮৫৮-৫৯) দিকে মোঘল আমলের তৎকালীন জমিদার কাজী সালামতউল্লাহ তেতুলিয়া গ্রামে এই মসজিদটি নির্মাণ করেছিলেন । তেতুলিয়া জামে মসজিদ, খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ এবং তেতুলিয়া শাহী মসজিদ নামেও পরিচিত, বাংলাদেশের সাতক্ষিরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে অবস্থিত। এর অপূর্ব নির্মাণশৈলী সহজেই সকলকে আকৃষ্ট করে। মসজিদটি মুঘল স্থাপত্য নিদর্শন অনুকরণে নির্মাণ করা হয়। মসজিদের উত্তর পাশে রয়েছে ২ একরের এক বিশাল দিঘি। মসজিদ থেকে একটি সিঁড়ি দীঘির নিচ পর্যন্ত চলে গেছে। এই মসজিদের সাথে কলকাতায় নির্মিত দুটি মসজিদ যথাক্রমে ১৮৪০-৪১ সালের শাহজানী বেগম মসজিদ ও ১৮৪২ সালের টিপু সুলতান মসজিদের গড়নের সাদৃশ্য পাওয়া যায়। কিভাবে যাবেনঃ ঢাকা থেকে বাসে করে সাতক্ষীরা -খুলনা মহাসড়কের নোয়াপাড়া বাজারে নেমে রিক্সা বা স্থানীয় বাহনে করে তেতুলিয়া বাজার অথবা সাতক্ষীরা -খুলনা মহাসড়কের আঠারমাইল বাজারে নেমে বাস অথবা স্থানীয় যেকোনো বাহনে ৪ কিঃ মিঃ মত দক্ষিনে গেলে ঐতিহাসিক তেতুলিয়া শাহী জামে মসজিদ । Music: Vlog Music - Modern Middle East Royalty Free Music Link: /watch/IRSqfAQto-atq

Category

Show more

Comments - 25